bdlive24

পবিত্র আশুরা ২৪ অক্টোবর

বুধবার অক্টোবর ১৪, ২০১৫, ০৭:১৩ পিএম.


পবিত্র আশুরা ২৪ অক্টোবর

বিডিলাইভ রিপোর্ট: পবিত্র আশুরা পালিত হবে আগামী ২৪ অক্টোবর শনিবার। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় কাল থেকে শুরু কবে হিজরি নববর্ষ ১৪৩৭। এ হিসেবে আগামী ১০ মহররম অর্থাৎ ২৪ অক্টোবর (শনিবার) পবিত্র আশুরা।

আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়। আশুরার দিনটি সরকারি ছুটির দিন।

মহররম মাসের দশম দিবস মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। মহররম মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। রাসূল (সা.) নিজে মহররমের ১০ তারিখকে আশুরা নামে অভিহিত করেছেন। আরবি শব্দ আশির বা আশরুন থেকে আশুরা শব্দটি উৎপন্ন, যার অর্থ দশ বা দশম।

এ মহররম মাসে মুসলিম জাতির ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছে অগণিত সুখকর ও বেদনাময় ঐতিহাসিক ঘটনাবলি। যার সঙ্গে সম্পর্কযুক্ত আছে ইসলামি সমাজ-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য অর্থাৎ মুসলিম জাতির শিক্ষণীয় আদর্শ ঘটনাবলি। ঐতিহাসিক ঘটনার সঙ্গে মহররমের ১০ তারিখ অর্থাৎ ইয়াওমে আশুরা একটি মর্যাদাপূর্ণ দিন হিসেবে অবিস্মরণীয় ও মহিমান্বিত।


ঢাকা, অক্টোবর ১৪(বিডিলাইভ২৪)// এস আর
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.