bdlive24

রোনালদোর প্রেমিকাকে কিনতে চেয়েছিলেন দুবাইয়ের শেখ

সোমবার অক্টোবর ২৬, ২০১৫, ১০:০৫ পিএম.


রোনালদোর প্রেমিকাকে কিনতে চেয়েছিলেন দুবাইয়ের শেখ

বিডিলাইভ ডেস্ক: অর্থের বিনিময়ে দুবাইয়ের এক ধনকুবের ব্রিটিশ মডেল ও অভিনেত্রী জেমা অ্যাটকিনসনকে স্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। 'দ্য বেইসলাইন' খ্যাত এই অভিনেত্রীর ছবি দেখেই প্রস্তাব দেন দুবাইয়ের শেখ।

বাস্তব জীবনে কখনোই জেমাকে দেখেননি এই শেখ। অনলাইনে কেবল ছবি দেখেই বিশাল অংকের অর্থের বিনিময়ে তাকে দুবাইয়ে চলে আসার প্রস্তাব দেন এই ধনকুবের। এ ব্যাপারে জেমার ব্যক্তিগত সহকারীর সঙ্গে দেন দরবার করার চেষ্টাও করা হয় তার তরফ থেকে।

এক সাক্ষাতকারে জেমা জানান, 'তিনি আমাকে তার সঙ্গে দুবাইয়ে গিয়ে থাকতে বলেছিলেন'। এমনকি বিশাল অংকের অর্থও দিতে চেয়েছিলেন তিনি। আমাকে তার স্ত্রী হয়ে যেতে বলেছিলেন তিনি।

তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন রিয়াল মাদ্রিদ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক এই প্রেমিকা।

৩০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, 'আমি ভাবলাম, না এটা সম্ভবই নয়'। আমি খুব ভদ্রভাবে আমার সহকারীকে জানিয়ে দেই তাকে না বলে দেয়ার জন্য'।


ঢাকা, অক্টোবর ২৬(বিডিলাইভ২৪)// এ এম
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.