bdlive24

বিপিএলে কে কোন দলের কোচ হচ্ছেন

বুধবার অক্টোবর ২৮, ২০১৫, ০৩:২৬ এএম.


বিপিএলে কে কোন দলের কোচ হচ্ছেন

বিডিলাইভ রিপোর্ট: ক্রিকেট গুরুমুখী বিদ্যা। ভালো একজন গুরুর সাহচর্য অনেক কিছুই বদলে দিতে পারে। অল্প সময়ের জন্য হলেও একটি দলের সাফল্যের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন একজন কোচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্বল্প সময়ের জন্য হলেও প্রত্যেক দলই একজন করে কোচ নিয়োগ দিয়েছে। হালের জনপ্রিয় এই টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নেওয়া ছয়টি দলের চারজন কোচই বিদেশি। বাকি দু’জন দেশি। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ মিকি আর্থার ঢাকা ডাইনামাইটসের কোচ হয়েছেন।

বরিশালের কোচ হয়েছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভুত দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ক্রিকেট কোচিং অভিজ্ঞতাসম্পন্ন গ্রাহাম ফোর্ড। চিটাগং ভাইকিংসের কোচ হয়েছেন ভারতের রবিন সিং। আর রংপুর রাইডার্স কোচ হিসেবে বাংলাদেশ দলের প্রাক্তন কোচ শেন জার্গেনসেনের নাম ঘোষণা করেছে। এই চারটি দল বিদেশি কোচ নিলেও কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট সুপার স্টারস দেশি কোচের ওপরই আস্থা রেখেছে। কুমিল্লার কোচ হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। আর সিলেটের কোচ হয়েছেন সারোয়ার ইমরান।

নিচে এক নজরে দেখে নিন কে কোন দলের কোচ :

ঢাকা ডাইনামাইটস- মিকি আর্থার
চিটাগং ভাইকিংস- রবিন সিং
রংপুর রাইডার্স- শেন জার্গেনসেন
বরিশাল বুলস- গ্রাহাম ফোর্ড
কুমিল্লা ভিক্টোরিয়ানস- মোহাম্মদ সালাহউদ্দিন
সিলেট সুপার স্টারস- সারোয়ার ইমরান।


ঢাকা, অক্টোবর ২৮(বিডিলাইভ২৪)// এম এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.