bdlive24

‘এক ইঞ্চিও ছাড় নয় তামিমের ঘটনায়’

বুধবার নভেম্বর ২৫, ২০১৫, ০৪:১৬ এএম.


‘এক ইঞ্চিও ছাড় নয় তামিমের ঘটনায়’

বিডিলাইভ রিপোর্ট: বিপিএলের দ্বিতীয় দিনেই ঘটল অপ্রীতিকর এক ঘটনা। চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে লেগে গেল সিলেটের মালিক আজিজুল ইসলামের। ঘটনার পর দুই পক্ষই অভিযোগ করেছে বিসিবির কাছে। বিসিবির পরিচালক ও শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল আজ জানিয়েছেন, সুষ্ঠু তদন্তের পর দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

এ দিকে তামিমের সঙ্গে অসদাচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বিপিএল গভর্নিং কাউন্সিলকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছে তারা।

শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল দোষীদের বিরুদ্ধে বিসিবির কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেছেন, ‘তদন্তের পরই বোঝা যাবে আসলে কী হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না।’ শেখ সোহেল আশাবাদী খুব দ্রুতই এ তদন্ত শেষ হবে।

কোয়াবের সংবাদ বিজ্ঞপ্তিতে তামিমের ঘটনার পাশাপাশি বিপিএলের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের দর্শকদের হুড়মুড়িয়ে স্টেডিয়ামে ঢুকে পড়ায়ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিসিবিকে এ ব্যাপারেও যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে ক্রিকেটারদের সংগঠনটি।


ঢাকা, নভেম্বর ২৫(বিডিলাইভ২৪)// এম এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.