bdlive24

স্টেডিয়ামে মায়ের সঙ্গে জয় উদযাপন করলেন নাসির

শনিবার নভেম্বর ২৮, ২০১৫, ০১:৩৮ পিএম.


স্টেডিয়ামে মায়ের সঙ্গে জয় উদযাপন করলেন নাসির

বিডিলাইভ রিপোর্ট: সিলেটের বিপক্ষে জয়টা যেন অনুমিতই ছিল। ৩৪ রানের জয় শেষে সবাই যখন উদযাপন করছেন, ততক্ষণে গ্যালারির কাছে দলের অন্যতম সদস্য নাসির হোসেন। মা আছেন, মায়ের সঙ্গেও জয়ের খুশিটা ভাগ করে নিতে।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান (৩৩) করেন নাসির হোসেন। ম্যাচ শেষ হতেই গ্যালারিতে যেখানে মা রয়েছেন, সেখানে চলে গেলেন। ছেলের খেলা দেখতেই রংপুর থেকে ঢাকা এসেছেন নাসিরের স্নেহময়ী মা।

মিরপুরের হাজারো দর্শকের চোখ হয়তো তখন গ্যালারিতেই ছিল। কিছুক্ষণ কথা বললেন মায়ের সঙ্গে, স্বভাবসুলভ দুষ্টুমি আর মায়ের আদর নিয়েই আবার ড্রেসিংরুমের পথ ধরলেন ‘মি: ফিনিশার’।

প্রসঙ্গত, সিলেটের বিপক্ষে জয় তুলে নিয়ে চার ম্যাচে তিন জয় পেল ঢাকা। এর মধ্যে দিয়ে ডাইনামাইটসের অবস্থান এখন পয়েন্ট টেবিলে তৃতীয়। অন্যদিকে, নিজেদের টানা চার ম্যাচেই হার মেনেছে সিলেট সুপারস্টার্স।


ঢাকা, নভেম্বর ২৮(বিডিলাইভ২৪)// এম এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.