bdlive24

চার বাজিকরকে স্টেডিয়াম থেকে বের করে দিল কর্তৃপক্ষ

বৃহস্পতিবার ডিসেম্বর ০৩, ২০১৫, ০৫:৫৫ পিএম.


চার বাজিকরকে স্টেডিয়াম থেকে বের করে দিল কর্তৃপক্ষ

বিডিলাইভ ডেস্ক: অন্তত চারজন সন্দেহভাজন বাজিকরকে স্টেডিয়ামের বাইরে বের করে দেয়া হলো। বৃহস্পতিবার বিপিএলের সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, এই চারজনকে দুর্নীতি দমন ইউনিট কর্মকর্তারা বেটিংয়ের জন্য সন্দেহ করেছে।

"তাদের জেলে পাঠানোর আইন আমাদের নেই। তাই আমরা মাঠ থেকে বের করে দিয়েছি-" বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন মল্লিক। এই চারজনের পরিচয় অবশ্য জানাননি তিনি।

২০১২ ও ২০১৩ সালে বিপিএলের দুটি আসর বসে। এরপর তৃতীয় আসর বসেছে এবার। মাঝে ম্যাচ গড়াপেটা বিতর্কে জড়িয়েছিল বিপিএল।

এদিকে ৩০ নভেম্বরের একটি ম্যাচ নিয়ে বাংলাদেশের মিডিয়ায় খবর হয়েছে। এই ম্যাচকে সন্দেহজনকের তালিকায় ফেলা হয়েছে। বরিশাল বুলস ওই ম্যাচে চিটাগাং ভাইকিংসকে হারায়। কিন্তু মল্লিক বলেছেন, "শুধু মিডিয়ার রিপোর্টকে ভিত্তি করে একটি ম্যাচের তদন্ত আমরা করতে পারি না। প্রত্যেক মাঠ ও হোটেলে আমাদের দুর্নীতি দমন ইউনিটের কমকর্তারা কড়া নজর রাখছেন।


ঢাকা, ডিসেম্বর ০৩(বিডিলাইভ২৪)// এম এস
 
        printমোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করুন
android iphone windows
bdlive24.com © 2010-2014
Powered By: NRB Investment Ltd.