৯৮ বছর বয়সেও যোগ-ব্যায়ামের শিক্ষিকা
বুধবার, ফেব্রুয়ারী ১, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
তাও পর্চন লিঞ্চ আজ থেকে ৭৬ বছর আগে ঠিক যেমন ছিলেন, এখনও ততটাই ফিট। শরীরটাকে দুমড়ে-মুচড়ে তাক লাগিয়ে দিতে পারেন যখন-তখন। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রবীণা যোগা শিক্ষিকা তিনি। এখন তার বয়স ৯৮ বছর।
১৩ অগস্ট, ১৯১৮ তে প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে ভারতের পুদুচেরিতেই তার জন্ম। তিনি মাত্র সাত বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছিলেন। এর পর বাবা তাকে পুদুচেরিতে ফ্রান্স কলোনিতে কাকার কাছে রেখে যান। সেখান থেকেই ফরাসি এবং হিন্দি ভাষা শিখে ফেলেন তিনি।
মাত্র আট বছর বয়স থেকে তার যোগ শিক্ষা শুরু হয়। এই জার্নিটা খুব একটা সহজ ছিল না। মেয়ে হয়ে যোগা শেখানোটা মোটেই ভালভাবে দেখতেন না তার পরিবারের সদস্যেরা। বাড়ি থেকে বাধাও পেয়েছিলেন। যোগার সঙ্গে নাচেও সমান দক্ষ লিঞ্চ।
১২ বছর বয়সে মহাত্মা গান্ধীর সঙ্গে পরিচয় হয়েছিল লিঞ্চের। ডান্ডি অভিযানেও যোগ দিয়েছিলেন।
কাকা রেলে কাজ করতেন। কাকার সঙ্গেই নানা দেশ ঘুরে আমেরিকা চলে আসেন তাও পর্চন লিঞ্চ। সেখানে বেশ কিছু বছর হলিউডে কাজ করেছেন।
২০১২ সালে ৯৩ বছর বয়সে বিশ্বের সবচেয়ে প্রবীণা যোগা শিক্ষিকা হিসাবে ওয়ার্ল্ড রেকর্ড করেন।
বর্তমানে নিউ ইয়র্কে থাকেন লিঞ্চ। সেখানেই প্রতি সপ্তাহে পাঁচটি করে যোগা ক্লাস নেন।
ঢাকা,
বুধবার, ফেব্রুয়ারী ১, ২০১৭ (বিডিলাইভ২৪) //
জেড ইউ
এই লেখাটি ২২০৩ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন