আসছে অ্যাপলের সিরি চালিত স্মার্ট স্পিকার
বৃহস্পতিবার, জুন ১, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
অ্যাপল ৫ জুন ডেভেলপার সম্মেলনে অ্যামাজনের সাথে পাল্লা দিতে সিরি চালিত স্মার্ট স্পিকার উন্মুক্ত করতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়, এই স্মার্ট স্পিকার গুগলের ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস গুগল হোম এবং অ্যামাজন ইকো ডিভাইসের মতোই হবে।
ব্যবহারকারীরা এই ডিভাইস দিয়ে স্মার্ট হোম নিয়ন্ত্রণে সিরির সঙ্গে যোগাযোগ করতে পারবে। এছাড়া এই ডিভাইস ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড সমর্থন করবে যা কিনা অ্যামাজন ইকো বা গুগল হোমে নেই। এবং এই ফিচারটি ব্যবহারকারীকে লাউডার স্পিকারে মিউজিক শোনার অভিজ্ঞতা দেবে।
ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়, সিরি ব্যবহার করে একজন ব্যবহারকারী স্পিকারকে লাইট চালু করাসহ আরো অনেক নির্দেশনা দিতে পারবেন। আসন্ন সম্মেলনে অ্যাপল নতুন এই ডিভাইসের ঘোষণা দিতে পারে বলে জানালেও চলতি বছরে ডিভাইসটি উন্মুক্ত হবে না বলেও প্রতিবেদনে বলা হয়। সূত্র: সিএনবিসি, ব্লুমবার্গ
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ই নি
এই লেখাটি ১৮৮০ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন