জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক মধুর ভান্ডারকরের আসন্ন সিনেমা ‘ইন্দু সরকার’।
১৭৭৫ সালে ইন্দিরা গান্ধী নেতৃত্বধীন সরকার থাকাকালীন ভারতে জারি হওয়া জরুরি অবস্থার টানা ২১ মাস সময় প্রেক্ষাপটে নির্মাণ এই বলিউড সিনেমাটি।
ছবিতে ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধীর ভূমিকায় দেখা যাবে নীল নীতিন মুকেশকে। ট্রেলারে দেখা গেল তার এক ঝলক।
এই ছবিতে নীল নীতিনকে দেখলে একঝলকে চেনার উপায় নেই। একেবারে হুবহু সঞ্জয় গান্ধীর রূপ ধারণ করেছেন তিনি। আর অভিনেত্রী সুপ্রিয়া বিনোদ রয়েছেন ইন্দিরা গান্ধীর চরিত্রে।
সিনেমাটিতে প্রধান চরিত্রে আরো রয়েছেন কীর্তি কুলহারি, ও বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী, অনুপম খের, পারভিন ডাবাস, জাকির খান, শেবা চাড্ডা ও সুপ্রিয়া বিনোদ। ‘ইন্দু সরকার’ আগামী ২৮ জুলাই মুক্তি দেয়া হবে।
ঢাকা, শুক্রবার, জুন ১৬, ২০১৭ (বিডিলাইভ২৪) //
জেড ইউ এই লেখাটি ১৩৮৩ বার পড়া হয়েছে