লেবানন, তিউনিসিয়ার পর 'ওয়ান্ডার ওম্যান' নিষিদ্ধ কাতারে
রবিবার, জুলাই ২, ২০১৭
বিনোদন ডেস্ক :
বিশ্বজুড়ে আলোচিত ব্লকবাস্টার হলিউড সিনেমা 'ওয়ান্ডার ওম্যান' নিষিদ্ধ করেছে কাতার। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট।
সম্প্রতি এ অভিনেত্রী লেবাননে ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন করে বক্তব্য দেন। তারই সূত্র ধরে গত জুনের শুরুর দিকে ছবিটি নিষিদ্ধ করে লেবানন ও তিউনিসিয়া।
গত বৃহস্পতিবার কাতারে ছবিটি প্রদর্শিত হওয়ার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব সিনেমা হল থেকে ছবিটি নামিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে।
চলতি বছরের ২ জুন প্যাটি জেনকিন্স নির্মিত সুপারহিরো ঘরানার ছবি 'ওয়ান্ডার ওম্যান' মুক্তি পায়। কাতার নিষিদ্ধ করলেও ছবিটি পাশ্ববর্তী সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইনে প্রদর্শিত হচ্ছে।
ঢাকা, রবিবার, জুলাই ২, ২০১৭ (বিডিলাইভ২৪) //
জেড ইউ
এই লেখাটি ১৬৪৭ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন