প্রকাশ হলো সম্পূর্ণ ‘টুপটাপ’ (ভিডিও)
রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০১৭
বিনোদন ডেস্ক :
আরিফিন শুভ-মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবির রোমান্টিক গান ‘টুপটাপ’র প্রোমোর পর প্রকাশিত হয়েছে পুরো গান।
ভারতের অনিন্দ্য চ্যাটার্জীর কথায় ও অরিন্দমের সুরে গানটি গেয়েছেন একই দেশের জনপ্রিয় শিল্পী অরিজিত সিং ও সোমলতা। কোরিওগ্রাফি করেছেন সুমন রহমান।
দীপঙ্কর দীপনের পরিচালনায় দি অভি কথাচিত্রের ব্যানারে এতে আরও অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, কাজী নওশাবা, হাসান ইমাম, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
বাংলাদেশ পুলিশ পরিবারের সহযোগিতায় ছবিটি নির্মিত হচ্ছে। ছবিটির কাহিনি লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী ছানোয়ার।
চলতি বছরের ৬ অক্টোবর মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’।
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০১৭ (বিডিলাইভ২৪) //
জেড ইউ
এই লেখাটি ১৫৪০ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন