রবিনের পরিচালনায় মাহি-শিবলীর ‘মন দেব মন নেব’
সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
রবিন খানের পরিচালনায় ‘মন দেব মন নেব’ ছবিতে প্রথমবারেরমত জুটিবদ্ধ হচ্ছেন মাহিয়া মাহি এবং শিবলী নোমান।
নন্দিত অভিনেতা ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর কেক কেটে ছবির গান রেকর্ডিংয়ের শুভ মহরত ঘোষণা করেন। গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর বাংলা মোটরে অবস্থিত ঈশান মাল্টিমিডিয়ায় ছবির টাইটেল গান রেকর্ডিং এর মাধ্যমে ছবির কাজ শুরু করা হয়। ‘আমি মন দেব মন নেব মনেরই দামে’ শিরোনামের এ গানে প্লেব্যাক করলেন সিঁথি সাহা।
পরিচালক রবিন খান জানান, “আজ গান রেকর্ডিংয়ের মাধ্যমে ছবির কাজ শুরু করলাম। সবার শুভ কামনা চাই।”
ছবিটি প্রসঙ্গে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “রবিন আমার প্রিয় মানুষ। রবিন খানের ছবির গানের শুভ মহরতে এসে আমি অনেক আনন্দিত। তরুণ নির্মাতার তরুণ ছবি। এ ধরনের একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে। আমি ছবিটির সাফল্য কামনা করছি। আশা করছি রবিন অনেক ভালো মানের একটি ছবি বানাবে।”
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে রংপুরে ‘মন দেব মন নেব’ এর শুটিং শুরু হবে।
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০১৭ (বিডিলাইভ২৪) //
জেড ইউ
এই লেখাটি ১৫৯৪ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন