১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতদেশের বাজারে ইয়ামাহার নতুন দুই মডেলের মোটরসাইকেল আনলো দেশীয় পরিবেশক এসিআই মোটরস।
নতুন দুই মডেল হলো- ইয়ামাহা এফজেডএস ডাবল ডিস্ক ভার্সন এবং ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি। আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মূলত ইন্দোনেশিয়ান ভার্সন।
সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের এসিআই সেন্টারে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইক দুইটি বাংলাদেশের বাজারে বিক্রির ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশের বাজারে ইয়ামাহা এফজেএস জনপ্রিয় মোটরসাইকেল। অন্যদিকে স্পোর্টস সেগমেন্টে তরুণ মন জয় করেছে আর ওয়ান ফাইভ। এতদিন বাজারে আর ওয়ান ফাইভের ভার্সন টু পাওয়া যেত। উদ্বোধনের পর বাজারে এলো ভার্সন থ্রি।
নতুন সংস্করণে পূর্বের সবকিছুকেই আরও প্রযুক্তি নির্ভর ও স্টাইলিশ করে গড়ে তোলা হয়েছে।
আর ওয়ান ফাইভের প্রথম সংস্করণই সারা বিশ্বের বাইকারদের মধ্যেই ছিল তুমুল জনপ্রিয়। এর পেছনে শুধু বাইকটির দুর্দান্ত গতি কিংবা নিয়ন্ত্রণ ক্ষমতা নয় বরং স্টাইলের ভূমিকা রয়েছে।
দেশের বাজারে এফজেডএস ডাবল ডিস্ক ভার্সনের দাম ২ লাখ ৬৫ হাজার টাকা। এবং আর ওয়ান ফাইভ ভার্সন থ্রির দাম ৫ লাখ ২৫ হাজার টাকা।
আজ মঙ্গলবার থেকে এফজেডএস ডাবল ডিস্ক ভার্সন বাজারে পাওয়া যাবে। কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কেনার জন্য প্রি-অর্ডার করতে হবে। প্রি-অর্ডার করা গ্রাহকরা জুন মাসের মধ্যে বাইকটি হাতে পাবেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন