১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতজাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় অধ্যাপক ও দেশ বরেণ্য নজরুল গবেষক রফিকুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম ভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব নাছিমা বেগম এনডিসি, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক শিশুসাহিত্যিক জনাব আনজীর লিটন স্বাগত বক্তব্য রাখেন।
জাতীয় অধ্যাপক ও নজরুল গবেষক রফিকুল ইসলাম বলেন, ‘কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় যে ‘গ্রহ-তারা ছাড়ি’ যাওয়ার কথা বলেছিলেন তা এখন বাস্তবায়িত হচ্ছে। প্রতিভাবান মানুষেরা এভাবেই ভবিষ্যদ্বাণী করতে পারেন’।
সম্মানিত সচিব নাছিমা বেগম এনডিসি তাঁর বক্তব্যে বলেন, ‘কবির লেখনি এতই বাস্তবসম্মত আর জীবন্ত যে মনে হয় যেন তিনি আজও বেঁচে আছেন। তাঁর প্রতিটি গান, কবিতা সকল বয়সের মানুষের হৃদয় ছুঁয়ে যায়’।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমীর শিশুশিল্পী ও প্রশিক্ষণার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন