১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতজাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন জোটকে স্বাগত জানাই। তবে জনগণকে দেখতে হবে ঐক্যফ্রন্টে কারা আছে, তাদের ইতিহাস জানতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, খুনী, দুর্নীতিবাজদের নেতৃত্বে ড. কামাল হোসেন গংরা একত্রিত হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে এখন কথা বলা, রাজনীতি, সাংবাদিকতা করার স্বাধীনতা আছে। গণতান্ত্রিক ধারায় সবার রাজনীতি করার সুযোগ আছে। যারা এখন ঐকবদ্ধ হয়েছে তাদের কার কি ভূমিকা তা সবাই জানে।
প্রধানমন্ত্রী আরো বলেন, নির্বাচন নিয়ে যারা সংশয় প্রকাশ করছে তাদের উদ্দেশ্য সবাই জানে। যারা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তারা গণতন্ত্রে বিশ্বাসী না। তারা চায় না দেশে গণতন্ত্র থাকুক। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী সংসদ নির্বাচন হবে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন