১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতআধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের জন্মদিনে স্মৃতিচারণ করতে বাংলাদেশে গুগল তার ডুডল পরিবর্তন করেছে।
আজ ২৩ অক্টোবর, কবি শামসুর রাহমানের ৮৯ তম জন্মদিনে ডুডলে কাগজ-কলম হাতে কবির একটি স্ক্যাচ রাখা হয়েছে।
বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি www.google.com.bd- এ ঠিকানায় ঢুকলেই চোখে পড়ছে গুগলের বিশেষ ডুডলটি।
এতে দেখা যাচ্ছে- লেখালেখি করছেন সবুজ পাঞ্জাবি পরা শুভ্র চুলের শামসুর রাহমান। এমনকি বেশিরভাগ সময়ে তার ডান হাতে ঘড়ি পরার অভ্যাসটিও তুলে ধরা হয়েছে। আর চারপাশে দারুণ আবহ দিয়ে সাজানো হয়েছে ইংরেজি গুগল লেখাটি।
১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরানো ঢাকার মাহুতটুলির ৪৬ নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেন কবি শামসুর রাহমান। তিনি একাধারে কবি, সাংবাদিক, গীতিকার ও কলামিস্ট ছিলেন।
১৯৫৭ সালে দৈনিক মর্নিং নিউজে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন কবি শামসুর রাহমান। এ ছাড়াও তার প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা প্রায় একশ। এর মধ্যে কাব্যগ্রন্থ ৬৬টি, উপন্যাস ৪টি, প্রবন্ধগ্রন্থ ১টি, ছড়ার বই ৮টি, অনুবাদ ৬টি। দীর্ঘ ছয় দশক এসব ক্ষেত্রে অত্যন্ত সাবলীল ধারায় লেখালেখি করে বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখেন তিনি।
এছাড়াও সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি শামসুর রাহমান পেয়েছেন আদমজী পুরস্কার (১৯৬৩), বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৯), একুশে পদক (১৯৭৭) এবং স্বাধীনতা দিবস পদক (১৯৯১)। এমনকি ভারতের তিনটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি লিট উপাধিতেও ভূষিত হন তিনি।
২০০৬ সালের ১৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন এই কবি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন