১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতআজও ১৮ তারিখ। আমি আমার জীবদ্দশায় এই ১৮ কে কখনো ভুলতে পারবো না। একটি মাস আগে ঠিক এই ১৮ তারিখেই আপনার সাথে দুপুর ১২টায় আমার জরুরী কিছু কাজ বুঝে নেয়ার কথা। কিন্তু আপনি যে সেই জরুরী কাজ ফেলে, আমাকে আপনার আর না ফেরার দেশে খালাম্মার পাশে চিরদিনের জন্য রেখে আসার মত দুষ্কর, দুঃসাধ্যের কাজ বুঝিয়ে দিবেন, আমি তা একবারের জন্যেও ভাবিনি।
তবুও শান্ত থেকেছি। " চোখের মণি, বুকের ধ্বনি, আপনার সর্বাপেক্ষা প্রিয় সেই মায়ের পাশেই নিজের হাতে শুইয়ে দিয়েছি।" আর ফিরেছি একদম একা, শূন্য হাতে, এক বুক কালো ব্যথা আর অন্ধকার সাথে।" বাবা হারানোর ব্যথা আমি জানি। আপনাকে হারিয়ে আবারো আমি সেই ব্যথাকে জেনেছি।
(ড্রামার গোলামুর রহমান রোমেল এর ফেসবুক থেকে সংগৃহীত)-সময় সংবাদ
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন