১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতগত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন তদন্তের শুনানিতে আগামী ৪ ডিসেম্বর হাজির হওয়ার আমন্ত্রণ জানায় মার্কিন কংগ্রেস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসন শুনানিতে হাজির হচ্ছেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর রয়টার্সের। রবিবার হোয়াইট হাউসের আইন উপদেষ্টা প্যাট সিপলোন জেরল্ড ন্যাডলারকে লিখেছেন, এখনও সাক্ষীর নাম পাওয়া যায়নি, এছাড়া এটা এখনো অস্পষ্ট যে জুডিশিয়ারি কমিটি প্রেসিডেন্টের অতিরিক্ত শুনানির মাধ্যমে একটি সুষ্ঠু প্রক্রিয়া বহন করবে কিনা। এমন অবস্থায় শুনানিতে আমরা হাজির হতে পারি না।
প্যাট সিপলোন সেইসঙ্গে অভিশংসন শুনানিতে 'যথাযথ প্রক্রিয়া এবং মৌলিক নিরপেক্ষতার অভাব' বলে উল্লেখ করেছেন।
এদিকে অভিশংসন শুনানিতে ট্রাম্পের হাজির না হওয়া নিয়ে এখন পর্যন্ত ডেমোক্র্যাটিক আইনপ্রনেতাদের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন