১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি নৌ-ঘাঁটিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত আরো অনেকে। দেশটির নৌবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, হামলাকারীও নিহত হয়েছে। খবর আল জাজিরার।
জানা যায়, শুক্রবার স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে ফ্লোরিডার পেনসাকোলায় 'নেভাল এয়ার স্টেশন' নামের ওই নৌ-ঘাঁটিতে এই বন্দুক হামলা হয়।
এনএএসপি’র এক ফেসবুক বার্তায় জানানো হয়, এনএএসপি’র দুই গেটেই বন্দুকধারীরা অবস্থান করছেন। আর এরপরেই ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জানা যায়, সংস্থাটিতে অন্তত ১৬ হাজার সাময়িক এবং সাড়ে সাত হাজার বেসাময়িক লোক কর্মরত। তবে, কিভাবে বন্দুকধারী সেখানে এসেছে তা জানানো হয়নি।
এর আগে, ফ্লোরিডার এস্কাম্বিয়া প্রদেশের শেরিফ অফিসের মুখপাত্র অ্যাম্বার সাউথার্ড বলেন, 'আমি নিশ্চিত করতে পারি যে, পেনসাকোলা নৌ-ঘাঁটির ভেতরে এখন একজন সক্রিয় বন্দুকধারী আছেন। ভেতরে গোলাগুলি চলছে।'
পেনসাকোলা নৌ-ঘাঁটির ফেসবুক পেজে এ সময় ঘাঁটির দুইটি প্রবেশদ্বারই সুরক্ষিত করার কথা জানানো হয়েছে। তবে সেখানে আহতদের সংখ্যা সম্পর্কে কিছু জানানো হয় নি।
এদিকে দেশটির কয়েকটি গণমাধ্যম এ ঘটনার অন্তত ১০ জনের গুলিবিদ্ধ বা আহত হওয়ার খবর জানালেও আহতদের সংখ্যা সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, বন্দুকধারীকে থামাতে চেষ্টা করছেন তারা। পাশাপাশি আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সূত্র-দআল জাজিরা, সিএনএন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন