১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতসোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিশাল আকৃতির মশা। স্পেনে এই মশার সন্ধান পাওয়া গেছে। জানা যায়, স্পেনের করডোবা শহরের বাসিন্দা ইজাকুইল লোবো, টুইটারে মশার ছবিটি পোস্ট করেন। তিনি জানান, এই মশাটি জানালা দিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়ে। তার মা স্প্রে করে মশাটি মেরে ফেলেন। এই বড় মশার পাশে একটি ছোট মশার ছবি পোস্ট করেছেন লোবো।
তিনি টুইটারে ছবিটি পোস্ট করে জানতে চেয়েছেন, এমন আকারের মশা আগে কেউ দেখেছেন কিনা। কেউ কেউ আবার মশাটির ছবি দেখে একে ভিনগ্রহী বলে মন্তব্য করেছেন।লোবোর এই পোস্ট প্রায় এক লাখ ৪০ হাজার লাইক পেয়েছে। সেই সঙ্গে রিটুইট হয়েছে ২৩ হাজারের বেশি বার।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন