১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিত২০১৮ সালের জানুয়ারিতে লিভারপুল থেকে ক্লাব রেকর্ড ১২ কোটি ইউরো ট্রান্সফার ফিতে কৌতিনিয়োকে দলে ভেড়ায় বার্সেলোনা। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৬ ম্যাচে করেন ২১ গোল।
আগামীতে নতুন খেলোয়াড় কিনতে যে অর্থ দরকার তার বড় একটা অংশ কৌতিনিয়োকে বিক্রি করে বার্সেলোনা মেটাতে চায় বলে গণমাধ্যমের খবর। তবে বাস্তবতা অনেকটাই বদলে দিয়েছে কোভিড-১৯ মহামারী। আর্থিক সঙ্কটের মধ্যে কৌতিনিয়োকে বিক্রি করতে গেলে লা লিগা চ্যাম্পিয়নদের বড় ধরনের লোকশানের মুখে পড়তে হতে পারে বলে ধারনা।কৌতিনিয়োর সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন সেতিয়েন। কাতালান একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এই প্লেমেকারের প্রশংসা করেছেন তিনি।
আমার মতে, কৌতিনিয়ো একজন দুর্দান্ত ফুটবলার। আমি তাকে খুব পছন্দ করি। সে বার্সার খেলোয়াড়। তাকে পেতে আপনাকে রিলিজ ক্লজের পুরো অর্থ অথবা একটা ফি মেটাতে হবে। তবে সে এখানে ফিরতে চায়। আগামী মৌসুমের শুরু থেকে তাকে আমি আমার পরিকল্পনায় রেখেছি। তার সঙ্গে কথা বলতে হবে। দরকার হলে আমি তার সঙ্গে কথা বলব।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন