১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতব্রাজিলে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। লাখ ছাড়িয়েছে ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ১৪৭ জন। মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ।
এদিকে করোনা প্রকোপ বাড়তে থাকা সত্ত্বেও ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো দেশটির লকডাউন তুলে নেয়ার জন্য বিভিন্ন রাজ্য সরকার এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে তর্কবিতর্ক করেই যাচ্ছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট রবিবার তার সমর্থকদের উদ্দেশে বলেন, কিছু রাজ্য সরকার কাজকে ধ্বংস করছে যা অগ্রহণযোগ্য। এর জন্য আমাদেরকে ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে।
যদিও বিশ্লেষকরা বলছেন, দেশটিতে এখনো করোনার চূড়ান্ত সময় আসেনি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে ব্রাজিলে এবং দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশে করোনা আক্রান্তের সংখ্যা সরকারিভাবে যা বলা হচ্ছে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন