১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতঅবসর ভেঙে মাঠে ফিরছেন ৩৬ বছর বয়সী ডাচ ফুটবলার আরিয়েন রোবেন। ক্যারিয়ার শুরু করেছিলেন যে ক্লাবে, স্বদেশের সেই গ্রানিয়েনে ফিরছেন তিনি।সম্প্রতি ক্লাবটির জার্সি পরে স্টেডিয়ামে দাঁড়িয়ে ছবি আপলোড করেছেন টুইটারে।
গ্রানিয়েনের হয়ে ২০০০ সালে সিনিয়র পর্যায়ে ফুটবল শুরু করেন রোবেন। ২ বছর পর যোগ দেন পিএসভিতে। এরপর চেলসি, রিয়াল মাদ্রিদ ঘুরে যোগ দেন বায়ার্ন মিউনিখে। সেখান থেকেই ২০১৯ এ অবসর নেন।
এক বিবৃতিতে রোবেন বলেছেন, ১৮ বছর পর আমি আবার গ্রানিয়ানে ফিরে এসেছি। আমি এ ক্লাবটিকে প্রতিকূল সময়েও সমর্থন করে আসছি এবং ভাবছি কীভাবে ক্লাবকে সাহায্য বরা যায়। ভক্ত-সমর্থকদের অনুরোধও শুনেছি এবং আমার হৃদয়ের ডাক শুনেছি। আশা করছি খুব শিগগিরই দেখা হবে।
গত এপ্রিলের শেষের দিকেই অবশ্য অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন রোবেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন