একুশে টেলিভিশনের প্রযোজনায় নির্মিত শফিকুর রহমান শান্তনুর রচনা এবং দীপু হাজরার পরিচালনায় ধারাবাহিক নাটক 'থ্রি কমরেডস' এর শত তম পর্ব প্রচার হবে ৪ জানুয়ারি। নাটকটি প্রতি রবি ও সোমবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে একুশে টেলিভিশনে। গত নভেম্বর থেকে এর প্রচার শুরু হয়েছিল।
নাটকটিতে অভিনয় করেছে হাসান মাসুদ, শাহরিয়ার নাজিম জয় ও আদনান ফারুক হিল্লোল, ড.ইনামুল হক , নওশীন, অহনা, সীমানা, শামস সুমন, গোলাম ফরিদা ছন্দা, তন্দ্রা, মাসুদ রানা মিঠু, তারেক শপন, লারা লোটাস, শাহানাজ খশিু, শিরিন আলম, খোরশেদ আহামেদ, ইফশিতা জামান, সুমনা সোমা, মুনিয়া, কচি খন্দকার প্রমুখ।