গুলশানের নিজ কার্যালয়ে গতকাল রাত থেকেই অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর।
আসিফের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বেলা ৪টা ৪০ মিনিটের দিকে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে যান। প্রতিনিধি দলে ছিলেন সাবেক ফুটবলার আমিনুল ইসলাম।
এর আগে খালেদার উপদেষ্টা ও সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদের নেতৃত্বে পৃথক প্রতিনিধি দল খালেদার সঙ্গে সাক্ষাৎ করে।