স্লিম ল্যাপটপ সবারই পছন্দের। আর তাই পৃথিবীর সবথেকে স্লিম ল্যাপটপ এবার আনতে যাচ্ছে এসার সুইফট। এ বছরের প্রথম দিকে বাজারে এসেছিল এইচপি'র স্পেকট্রা। এটিও ছিল অনেক পাতলা। কিন্তু এবার এগিয়ে গেছে এসার সুইফট।
দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে স্লিম ল্যাপটপের বিস্তারিত তথ্য-
এসার সুইফট 7 এসারের ফ্ল্যাগশিপ ল্যাপটপের সাম্প্রতিক সংযোজন। ডিজাইন অসাধারণ। এর অ্যালুমিনিয়ামের কালো ও সোনালী চেসিসের মিশ্রণ দারুণ সুন্দর। ওজন মাত্র ২.৪৮ পাউন্ড।
তবে এতটা পাতলা ল্যাপটপের স্পেসিফিকেশন সাধারণত শক্তিশালী থাকে না। কিন্তু এসার এ সমস্যা টপকে গিয়েছে। একেবারে নতুন 7 জেনারেশন কোর আই-5 প্রসেসর, ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি এসএসডি ড্রাইভ রয়েছে। আর ১৩.৩ ইঞ্চি পর্দাটি ১০৮০ পিক্সেল। কোর আই-5 চিপটি এসেছে ইন্টেলের ওয়াই সিরিজ থেকে।
এত পাতলা হওয়ার অর্থ এতে কানেটিভিটির যথেষ্ট অপশন নেই। তবে এক জোড়া দ্রুতগতির ইউএসবি-সি পোর্ট জুড়ে দিতে সক্ষম হয়েছে।
এসার জানায়, সুইফটের ব্যাটারি ৯ ঘণ্টা টিকে থাকবে। ল্যাপটপের ব্যাটারি অনেক পাওয়ারফুল।
অক্টোবরেই উত্তর আমেরিকার বাজারে আসবে এসার সুইফট 7। এটি তৈরি হয়েছে মূলত অ্যাপলের ম্যাকবুকের সৌন্দর্যের কথা মাথায় রেখে।