জোলোর নতুন স্মার্টফোনে চার্জ থাকবে এক সপ্তাহ

ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লাভার নিজস্ব ব্যান্ড জোলো নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল জোলো এরা ১এক্স। আজ বৃহস্পতিবার থেকে ফোনটি ভারতের বাজারে পাওয়া যাবে।

ফোরজি নেটওয়ার্ক সমর্থনকারী এই ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ১২৮০×৭২০ পিক্সেল। ডিসপ্লেতে এইচডি আইপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।  

ফোনটিতে ১.৩ গিগাহার্জের এসসি৯৮৩২ এ কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। র‌্যাম আছে ১ জিবি। বিল্টইন মেমোরি ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির ব্যাটারি ২৫০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। এতে টানা ১৮৫ ঘণ্টা কথা বলা যাবে। অথাৎ টানা এক সপ্তাহ চার্জ থাকবে।

ডুয়েল সিমের এই ফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৯৯ রুপিতে।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১