করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। এর মধ্যেও দেশটিতে দিনে দিনে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩২৪ জন করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন। দেশটিতে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন মোট ৯,৩৫২ জন।
সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, ভারতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৩২৪ জনের। এর মধ্যে কেবল মাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৪৯ জন।