ইউএনও হত্যাচেষ্টা: ৭ দিনের রিমান্ডে আসাদুল

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যা‌জি‌স্ট্রেট মো. মনিরুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গো‌য়েন্দা পু‌লিশের পরিদর্শক ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসাদুল ইসলামকে ১০ দি‌নের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে ৭ দি‌নের রিমান্ডে দেন।

এ মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে দুই আসামি নরিরুল ইসলাম এবং সান্টু কুমারকে রিমান্ডে নেয় পুলিশ। প্রধান আসামি আসাদুল।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে তারা গুরুতর আহত হন। পরের দিন ঘোড়াঘাট থানায় ওয়াহিদা খানমের বড় ভাই শেখ ফরিদ বাদী হয়ে হত‌্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১