ফটিকছড়িতে গ্রামীণ সড়ক মেরামতে নিয়োজিত নারী শ্রমিকদের মজুরী ভাতা বিতরণ

আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় ফটিকছড়ি উপজেলার ১৮টি ইউনিয়নে গ্রামীণ সড়ক মেরামত কাজে নিয়োজিত ১৮০ জন নারী শ্রমিকের মাঝে দৈনিক ২৫০ টাকা হারে মাসিক মজুরী ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।

তিনি রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা এলজিইডি প্রকৌশলী এস.এম হেদায়েত, নাজিরহাট পৌর আওয়ামী লীগ নেতা আলী আকবর জুনু, সুয়াবিল ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন, নারায়ণহাট ইউনিয়ন আওয়ামী লীগ'র সাধারণ সম্পাদক মাস্টার রতন কুমার চৌধুরী, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, মীর মোরশেদ, আক্কাস আলী, সুমন সিকদার প্রমুখ।

উপজেলা প্রকৌশলী এস.এম হেদায়েত জানান, গরীব-দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক মেরামত কাজের জন্য ফটিকছড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ জন করে মহিলা নিয়োগ দেয়া হয়েছে। তারা দৈনিক সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ করবে। প্রতি জনের দৈনিক মজুরী ২৫০ টাকা। তন্মধ্যে ৮০ টাকা তাদের সঞ্চয়ী হিসেবে জমা হয়। যা ৪ বছর পর একত্রে প্রদান করা হবে। এ ৮০ টাকা বাদে বাকি মজুরী ভাতা প্রতিমাসে পরিশোধ করা হয়।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১