চট্টগ্রামের ফটিকছড়িতে আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় ১১ নং সুয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইয়াকুব শহিদের সমর্থনে সুয়াবিল বৈদ্যরহাট বাজারে এক গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গণমিছিলে অসংখ্য নেতাকর্মী অংশ নেন। পরে বৈদ্যরহাট বাজার চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব সরোয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য এস.এম শফিউল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মুনছুর আলম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দীন শাহিন, নাজিরহাট পৌর কাউন্সিলর বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিয়া মোশারফুল আনোয়ার মশু।