ফটিকছড়িতে বিএনপি প্রার্থীর সমর্থনে পথসভা

চট্টগ্রামের ফটিকছড়িতে আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় ১১ নং সুয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইয়াকুব শহিদের সমর্থনে সুয়াবিল বৈদ্যরহাট বাজারে এক গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত গণমিছিলে অসংখ্য নেতাকর্মী অংশ নেন। পরে বৈদ্যরহাট বাজার চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব সরোয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য এস.এম শফিউল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মুনছুর আলম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দীন শাহিন, নাজিরহাট পৌর কাউন্সিলর বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিয়া মোশারফুল আনোয়ার মশু।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১