শাহজাদপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জনের মনোনয়ন পত্র দাখিল

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন মঙ্গলবার ৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, মনির আক্তার খান তরু লোদী (আওয়ামী লীগ), মাহমুদুল হাসান সজল (বিএনপি), মোক্তার হোসেন ( জাতীয় পার্টি-এরশাদ), খন্দকার ইমরান (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), নজরুল ইসলাম (স্বতন্ত্র)।

এছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৪ জন,৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবচেয়ে বেশি প্রার্থী হয়েছেন ৫নং ওয়ার্ডে ১০ জন। আর সবচেয়ে কম প্রার্থী হয়েছেন ৪নং ওয়ার্ডে ২ জন।

গত ২২ নভেম্বর নির্বাচন কমিশন (ইসি) প্রথম ধাপে ২৫টি পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে। প্রথম ধাপেই সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১