পাকিস্তানী বিলকিস পেলেন মাদার তেরেসা পুরস্কার

ভারতের আন্তর্জাতিক মাদার তেরেসা স্মৃতি পুরস্কার পেলেন পাকিস্তানের সমাজকর্মী বিলকিস ইধি। বধির ও বোবা ভারতীয় কিশোরী গীতাকে পাকিস্তানে অবস্থানকালে এক দশকের বেশি সময় দেখাশোনা করা ও বধিরদের নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ বিলকিস ইধি এ সম্মাননা পেলেন।

রোববার তার হাতে এই পুরস্কার তুলে দেয় হারমনি ফাউন্ডেশন বোর্ড। ডক্টর উইদাউট বর্ডারসের (এমএসএফ) সঙ্গে যৌথভাবে তিনি এ পুরস্কার পান।

গীতা এক দশক ধরে পাকিস্তানে আটকে ছিলেন। বর্তমানে গীতাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।


                      PHOTO: REUTERS


ইধি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবদুল সাত্তারের স্ত্রী বিলকিস ইধি বোবা ও বধির মেয়ে গীতা সম্পর্কে বলেন, 'গীতা কথা বলতে পারে না, কানেও শোনে না। তবে সে মন্দিরের ঘণ্টাধ্বনি বুঝতে পারে। বিষয়টি যখন জানতে পারি, তখনই আমি বুঝে গেলাম, সে হয়তো ভারত থেকে এসেছে।'

বিলকিস বলেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো আমাকে রাজনীতিতে আসতে বলেছিল। রাজনীতিতে এসে আরো বেশি করে মানবিক কাজ করতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমি জানি রাজনীতি খারাপ জায়গা। আর পাকিস্তানের মত দেশে দুস্থদের সাহায্য করতে রাজনীতি দরকার নাই, দরকার ইচ্ছাশক্তি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১