ঈদুল আযহা উপলক্ষ্যে বিশ্বখ্যাত ল্যাপটপ ব্র্যান্ড আসুস দেশের বাজারে ‘আসুস ঈদ ফিয়েস্তা’ নামক বিশেষ অফার ঘোষণা দিয়েছে।
এই অফারের আওতায় আসুসের যেকোনো মডেলের ল্যাপটপ কিনলেই থাকছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আকর্ষণীয় উপহার জিতে নেওয়ার সুযোগ। স্ক্র্যাচ কার্ড ঘষে মেগাগিফট হিসেবে জিতে নেওয়া যাবে এসি, ফ্রিজ, আসুস জেনফোনের মতো আকর্ষণীয় সব পুরস্কার।
এছাড়া নিশ্চিত উপহার হিসেবে থাকছে টি-শার্ট ও পাওয়ার স্ট্রিপ।
আসুসের এই বিশেষ অফারটি চলবে ঈদুল আযহার পূর্ব পর্যন্ত। অফারটি পরিচালনা করছে আসুস বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড।