কেনিয়ার ভবন ধসে নিখোঁজ ১২১

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি সাততলা ভবন ধসে পড়ায় এখন পর্যন্ত ১২১ জন নিখোঁজ রয়েছেন। সোমবার রাতে নগরীর দক্ষিণ-পূর্বাঞ্চলের মুকুরু কাওয়া রেউবেন বস্তির কুয়ারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দেশটির উদ্ধার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের ডেপুটি হেড অব কমিউনিকেশন পিউস মাসাই বলেন, ‘এই দুর্ঘটনায় মোট ১২১ জন নিখোঁজ রয়েছেন। তবে কয়েকজন লোক ভেতরে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।’

পুলিশ জানায়, ভবনটিতে ফাটল দেখা দেয়ার পর ধসে পড়লে বাসিন্দাদের নিরাপদে বেরিয়ে গেছেন। এই ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।’

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১