মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে যাত্রী ও পণ্য বোঝাই দুটি লরির মুখোমুখী সংঘর্ষে ৭৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। খবর রয়টার্স।
গত মঙ্গলবার গভীর রাতে রাজধানী বাঙ্গুই থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তপক্ষ।
অাহতদের নিকটবর্তী বাম্বারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানিয়েছে তারা ব্যবসায়ীক কাজে লরিতে করে স্থানীয় একটি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।
দরিদ্র এই দেশটিতে যানবাহন সঙ্কটের কারণে স্থানীয়রা এভাবেই লরিতে অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে চলাফেরা করে।
স্থানীয় সাংসদ আমাসেক টপি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, লরিটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
সঠিক সময়ে বাজারে দ্রুত যাওয়ার জন্যই অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল বলেও তিনি মনে করেন।