অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট কুইন্স পার্কে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের সম্মানে ঐতিহাসিক ‘বাংলাদেশ নাইট’ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অন্টারিওর অফিসিয়াল বিরোধী দল প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির আয়োজনে বাংলাদেশি কানাডিয়ান তথা কানাডিয়ান বাংলাদেশিদের (বিসিসিবি-য়ানদের) জন্য ঐতিহাসিক এই মহোৎসব অনুষ্ঠিত হয়|
এতে উপস্থিত ছিলেন, প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির লীডার প্যাট্রিক ব্রাউন এবং ডেপুটি লীডার সিলভিয়া জোন্স, বিসিসিবি ও টিম বিসিসিবির সদস্য বৃন্দ, কমিউনিটি সাংবাদিকবৃন্দ|
কানাডার পতাকার সাথে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় সংগীত, বাংলাদেশের জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা, বাংলাদেশকে প্রমোট করে তৈরি ভিডিও প্রদর্শন, পার্লামেন্ট বিল্ডিংয়ে বিসিসিবি কিডস ডে’র ছবি, বিসিসিসিবি ওমেন আয়োজিত ওমেন'স ডের ছবি শোভা পাওয়া, বিসিসিবি নির্বাচিত বাংলাদেশি ব্র্যান্ড রেস্টুরেন্ট মদিনা গ্রিল কর্তৃক খাবার প্রদর্শনসহ আরো অনেক কিছু বাংলাদেশি কানাডিয়ানদের সাফল্য প্রমান করে|
তাইতো, পুরো সন্ধ্যায় তৃপ্তি ও উচ্ছ্বাসটা ছিল অনেক বেশি। কারণ এই অর্জনটা বাংলাদেশকে কেবল হৃদয়ে ধারণ করে আসেনি, এসেছে নিজেদের নিষ্ঠা, একাগ্রতা, নিরলস পরিশ্রম, মেধা, টিম ওয়ার্ক ও ডেডিকেশনের মধ্যে দিয়ে|
এর আগে বিশ্বের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিচ্ছিন্ন ভাবে স্টেইকহোল্ডার কেউ কেউ অংশগ্রহণ করলেও সামগ্রিকভাবে পার্লামেন্ট ভবনের মতো স্থানে এমন আয়োজন হয়নি| নিঃসন্দেহে এটি বিসিসিবির এক বিরাট সাফল্য, আর সর্বোপরি কানাডিয়ান বাংলাদেশিদের জন্য অনেক গৌরবের|
এসময় বিসিসিবি সভাপতি রিমন মাহমুদ বলেন, কুইন্সলেন্ড পার্কে 'বাংলাদেশ নাইট' উদযাপনকে আমরা বাংলাদেশের প্রতি অপূর্ব সম্মান বলে মনে করি। আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশ এবং কানাডা পরস্পরের আরো কাছে আসতে পেরেছে। জনাব রিমন প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির লীডার প্যাট্রিক ব্রাউন এবং ডেপুটি লীডার সিলভিয়া জোন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্ৰণ জানান যাতে উনারা স্বচক্ষে দেখতে পারেন বাংলাদেশের মানুষ কতোটা আন্তরিক, বাংলাদেশের ১৬ কোটি মানুষ থেকে কানাডার কি গ্রহণ করার সুযোগ রয়েছে।
আগত অথিতিদেরকে বাংলাদেশ সম্বদ্ধে আরো অবহিত করার জন্য কিছু বই উপহার দেয়া হয় যার মধ্যে ছিল বঙ্গবন্ধুর আত্মজীবনী, আকতার মুকুলের 'চরমপত্র'' এবং ড. ইউনুস রচিত "Banker to the Poor: Micro-Lending and the Battle Against World Poverty"।
অফিসিয়াল বিরোধী দল প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রধান প্যাট্রিক ব্রাউন তার বক্তৃতায় বলেন, বাংলাদেশি কানাডীয়ানরা যেভাবে শ্রম, নিষ্ঠা ও মেধা দিয়ে কানাডাতে নিজেদের প্রতিষ্ঠিত করছেন, তাতে তিনি আনন্দিত। এসময় প্রতিবছর তার দল কর্তৃক 'বাংলাদেশ নাইট' হোস্ট করার ঘোষণা দেন ব্রাউন|
এর আগে গত মে মাসে কুইন্স পার্কে অবস্থিত পার্লামেন্ট ভবনে ‘বিসিসিবি’ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক বৈঠককালে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের জন্য ‘বাংলাদেশ নাইট’ উদযাপনের প্রস্তাব করেন প্যাট্রিক ব্রাউন। তারপর বিসিসিবি এবং কুইন্স ল্যান্ড পার্কার মধ্যে নিয়মিত যোগাযোগের মাধ্যমে প্রোগ্রাম সেট করা হয় যার সফল সমাপ্তি হল গত সন্ধ্যার ঐতিহাসিক এই আয়োজনের মধ্য দিয়ে।
শিহাব উদ্দিন, কো অর্ডিনেটর, প্রবাসী ডেস্ক