নতুন অষ্টম প্রজন্মের প্রসেসর নিয়ে হাজির হলো চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। যা আগের সংস্করণগুলোর তুলনায় ৪০ শতাংশ বেশি দ্রুত কাজ করবে বলে বলছে প্রতিষ্ঠানটি।
এতে রয়েছে ইন্টেলের নিজস্ব টার্বো বুস্ট প্রযুক্তি ২.০, যা কোর এবং গ্রাফিক্স জুড়ে গতিশীল ক্ষমতা ও গতি নিয়ন্ত্রণ করবে। নতুন প্রসেসরগুলি ইন্টেলের হাইপার-থ্রেডিং টেকনোলজি দিয়ে তৈরি এবং আটটি থ্রেড পর্যন্ত সমর্থন করবে।
এই প্রসেসর ব্যাটারির আয়ু বাড়াবে। একবার চার্জ করলে ১০ ঘণ্টা ফোরকে ভিডিও দেখা সম্ভব এই নতুন প্রসেসরের সাহায্যে। তাছাড়া ৫ বছর আগের কোন কম্পিউটারে যে রেন্ডারিংটি হতে ৪৫ মিনিট লাগত এই প্রসেসরের মাধ্যমে সেটি করতে সময় লাগলে মাত্র ৩ মিনিট।
অষ্টম জেনারেশনের প্রসেসরগুলো মডেল নম্বর হলো ‘আই সেভেন-৮৬৫০ইউ’, ‘আই সেভেন-৮৫৫০ইউ’, ‘আই ফাইভ- ৮৩৫০ ইউ’, ‘আই ফাইভ- ৮২৫০ ইউ’। প্রসেসরগুলো আগামী মাস থেকে বাজারে পাওয়া যাবে।