সোমালিয়ায় মার্কিন হামলায় নিহত ১০

মার্কিন সেনাদের হামলায় সোমালিয়ার মোগাদিসুতে ১০ জন নিহত হয়েছে।

শুক্রবার মোগাদিসু থেকে ৫০ কিলোমিটার দূরে একটি গ্রামে এ হামলা চালানো হয়।

হামলায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হয়। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। আকস্মিক এ হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

নিহতদের মধ্যে বেশিরভাগই কৃষক বলে জানায় প্রদেশটির গভর্নর।

এ বিষয়ে সোমালিয়ার সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কোন বেসামরিক নাগরিক নিহত হয়নি যারা মারা গেছে তারা সবাই আল কায়েদার সদস্য।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১