চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯১৩ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
এরা হলো, মো. সাদ্দাম হোসেন (২৭) ও সোহেল সিকদার (৩০)।
আজ শনিবার ভোরে বড় দারোগাহাট বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (জনসংযোগ) মিমতানুর রহমান জানিয়েছেন, কাভার্ডভ্যানটি কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় গাড়িটিতে তল্লাশি চালায় র্যাব। তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, কাভার্ড ভ্যানটিতে করে দীর্ঘদিন যাবৎ মালামালের আড়ালে ফেনসিডিল বহন করে আসছিল।