কম দামের ল্যাপটপ সারফেস প্রো নোটবুক আনলো মাইক্রোসফট। এতে পিক্সেলসেন্স টাচ ডিসপ্লে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ল্যাপটপটি সারফেস পেন ফোর সমর্থন করে।
মাইক্রোসফটের নতুন এই সারফেস প্রোতে ১২.৩ ইঞ্চির হাই রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
নোটবুকটির ডিসপ্লে ১৬৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়। এজন্য বিশেষ কব্জা ব্যবহার করা হয়েছে। এটি স্টুডিও মোডে কনভার্ট করে সারফেস পেন আঁকাআাঁকি কিংবা লেখালেখি করা যাবে।
নতুন এই ল্যাপটপটিতে আছে ইনটেল কোর এমথ্রি প্রসেসর ১২৮ জিবি এসএসডি, ৪ জিবি র্যাম এবং ইনটেল এইচডি গ্রাফিক্স ৬১৫।
ল্যাপটপটি প্রতিবেশি দেশ ভারতে পাওয়া যাচ্ছে। ল্যাপটপটির মূল্য ৮৩ হাজার টাকা।