কুমিল্লায় খালেদা জিয়ার অন্তর্বর্তীকালীন জামিন নামঞ্জুর

কুমিল্লায় বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহতের মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্তবর্তীকালীন জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৬ এপ্রিল) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে খালেদা জিয়ার আইনজীবীরা ওই জামিন আবেদন করেন। জামিন আবেদন নামঞ্জুর করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা বেগম।
 
বিচারক আগামী ২৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। খালেদার আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুস সা’দত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১০ এপ্রিল খালেদা জিয়ার আইনজীবীরা কুমিল্লার ৫নং আমলী আদালতে জামিনের আবেদন করলে বিচারক ওই আবেদনটি নামঞ্জুর করেন।
 
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১