রমজানে শেয়ার বাজারের লেনদেন ১০টা থেকে ২টা

পবিত্র রমজান মাস উপলক্ষে নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন চলবে উভয় স্টক এক্সচেঞ্জে। রমজানের প্রথম দিন থেকে এই সময়সূচি অনুযায়ী লেনদেন হবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রমজানে ডিএসইতে লেনদেন সকাল ১০টায় শুরু হবে; যা চলবে দুপুর ২টা পর্যন্ত। আর ডিএসইর অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

রমজান মাস এবং ঈদ-উল-ফিতরের ছুটির পর আবার এখনকার সময় সূচি অনুযায়ী লেনদেন ও অফিস চলবে।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১