২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো

২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আজ বুধবার ফিফা কনগ্রেসে মরক্কোকে পেছনে ফেলে উত্তর আমেরিকার এই তিন দেশ পেল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব।

বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতার ২১তম আসর একদম দ্বারপ্রান্তে। ২০২২ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত কাতারও। ঠিক তখনই ঘোষণা করা হলো বিশ্বকাপের ২৩তম আসরের ভেন্যু।

বুধবার ফিফার কংগ্রেসে চলছিল ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ নিয়ে ভোটাভুটি। সেখানেই মরক্কোকে পেছনে ফেলে বিশ্বকাপের স্বাগতিক হওয়ার দৌড়ে জিতে গেল উত্তর আমেরিকার তিন দেশ।

কানাডা এবারই প্রথম ফুটবলের সবচেয়ে বড় আসরের আয়োজকের দায়িত্ব পেল। তবে মেক্সিকোর দুইবার (১৯৭০ ও ১৯৮৬) এবং যুক্তরাষ্ট্রের (১৯৯৪) একবার বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা আছে।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১