ভোলাহাটে ৬,৬৭৬ জনের জন্য ভিজিএফ’র চাল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নের ৬,৬৭৬ জন দুস্থ মানুষের জন্য ঈদের বিশেষ ভিজিএফ কর্মসূচির চাউল বিতরণ গত বুধবার শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত কর্মসূচির অধীনে প্রতিজনকে ১ কেজি করে চাউল বিতরণ করা হবে।

এর মধ্যে সদর ইউনিয়নে ১হাজার ৮শ’, গোহালবাড়ি ইউনিয়নে ১হাজার ৭শ’৮০, জামবাড়িয়া ইউনিয়নে ১হাজার ১শ’৬৫ ও দলদলি ইউনিয়নে ১ হাজার ৯শ ৩১ জনের মাঝে এই চাউল বিতরণ করা হবে।

কর্মসূচির ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার তথ্যটি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বুধবার সকালে সদর ইউপি কমপ্লেক্স ভবনে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ইউপি চেয়ারম্যান ইয়াজদানি জর্জ সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।  


House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১