কোম্পানীগঞ্জে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে একশ' গরীব মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির নগদ টাকা প্রদান করা হয়।  

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রত্যেককে ৪ হাজার টাকা করে ৪ লাখ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

এসময় অন্যান্যের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান পারভিন, উপজেলা প্রকৌশলী ইব্রাহীম খলিল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত কোম্পানীগঞ্জের একশ' মেধাবীকে চার হাজার টাকা করে মোট চার লাখ টাকা বিতরণ করা হয়।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১