ছেলেকে নিয়ে শাকিবের শুটিং ফ্লোরে অপু, তারপর যা ঘটল

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএফডিসিতে নতুন সিনেমা ‘কালপ্রিট’ নিয়ে মগ্ন ছিলেন শাকিব খান। হঠাৎ যেন শুটিং ফ্লোরটি অন্যরকম হয়ে যায়। এ কান ও-কান কথা ঘুরে অপু বিশ্বাস এসেছেন!

অবশেষে জানা গেল, ঘটনা সত্যি। অপু এসেছেন পুত্র আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে। কারণটা পুত্র স্বয়ং। ২৭ সেপ্টেম্বর আব্রামের জন্মদিন ছিল। আর তাই বাবাকে দাওয়াত কার্ড দিতে এসেছিল ছেলে। বসুন্ধরা আবাসিক এলাকায় আব্রাম এখন মায়ের সঙ্গেই থাকে। এদিকে, পুত্রকে শুটিং সেটে পেয়ে বেশ খুশি হন শাকিব। সাজঘরেই খেলায় মেতে উঠেন তারা।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের ঘরে আসে পুত্রসন্তান আব্রাম খান জয়। চলতি বছর ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক-নায়িকার সংসারে বিচ্ছেদ ঘটে।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১