ময়মনসিংহ-জামালপুর সড়কের মুক্তাগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার, ২২ অক্টোবর সকাল ৮টার দিকে মুক্তাগাছার তারাকান্দি চড়াঘাটি বাঘমারা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, মুক্তাগাছা উপজেলার দাওগাঁওয়ের ফারুক এবং অজ্ঞাত আরেকজন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একজন মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।