বিয়ের পিঁড়িতে বসছেন মোনালিসা, পাত্র কে?

ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ এর আলোচিত অভিনেত্রী মোনালিসা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তবে তার পাত্র কে?

সাংবাদিকদের কাছে নিজেই জানালেন সে সম্পর্কে। মোনালিসা বললেন, ‘আমাদের একেবারে ছোটবেলার প্রেম। ক্লাস সিক্সে যখন পড়ি, তখন থেকেই। একই স্কুলে পড়তাম, একই প্রাইভেট টিউটরের কাছে যেতাম।’

‘তবে হাইস্কুলে উঠে আমরা আলাদা হয়ে যাই। ও লন্ডনে পড়তে চলে যায়। তারপর চাকরি সূত্রে কলকাতার বাইরেই থেকেছে। এখনও বাইরেই থাকে। ফিল্ম ইন্ডাস্ট্রির একেবারে বাইরের লোক। আমার হবু বরের নাম বিশ্বজিৎ সরকার। ও আইটি প্রফেশনাল। আমি হ্যাপি যে এতদিনে আমরা বিয়ের সিদ্ধান্ত নিতে পেরেছি।’

মোনালিসা আগামী ১৯ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন। বিয়ের পরও কলকাতায় থেকেই অভিনয় চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

বিয়ের জন্য ১০-১২ দিনের ছুটিও নেবেন মোনালিসা। ইতিমধ্যেই তাকে বিয়ের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সদস্যরা।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১