টাঙ্গাইলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে পাইলট নিহত

টাঙ্গাইলের মধুুপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে। আজ বিকাল সাড়ে তিনটায় উপজেলায় বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে এ ঘটনা ঘটে। নিহত পাইলট হচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর উইন্ড কমান্ডার আরিফ আহমেদ দ্বীপু।

এ ব্যাপারে মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন ও অরণখোলা ইউ.পি চেয়ারম্যান মো.আব্দুর রহিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান,২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর মহড়া ছিল। কিন্তু আজ বিকালে বাংলাদেশ বিমানের এফ ৭ পিজি নামক বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়। বিমান বাহিনী,মধুপুর থানা পুলিশ এবং শদুপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১